রিপোর্টার:
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা ঢাকাগামী বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া নেওয়া অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। বিকল্প উপায় না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া দিয়ে টিকেট কেটেই ঢাকা ফিরছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ঢাকাগামী ইলিশ-প্রচেষ্টা বাসে সিন্ডিকেট করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে। এই বাসস্ট্যান্ডে বরিশাল-মাদারীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলোতে যাত্রী উঠতে বাঁধা দেয় লোকাল পরিবহনের স্টাফরা। একরকম বাধ্য করেই যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে ভাঙ্গার এই লোকাল গাড়িগুলো।
আজ (৫ এপ্রিল) শনিবার দুপুর ২ টায় ভাঙ্গা পরিবহন কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
যাত্রীরা অভিযোগ করে বলেন, ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তানের ভাড়া পূর্বে ২৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তাদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে দূর্ব্যবহার করা হচ্ছে।
এবিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। বাস কাউন্টার গুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে জন্য সার্বিক তদারকি চালানো হচ্ছে।
ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে পরিবহন কাউন্টারগুলোতে স্বাভাবিক ভাড়া নেওয়া শুরু করে। প্রশাসনের অভিযানের পর যাত্রীরা স্বস্তি প্রকাশ করে এবং এই ধরনের অভিযান যেন সব সময় চালু থাকে সেই প্রত্যাশা করেন।