স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসী ঢাল,সরকি,রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষের ফলে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় কমপক্ষে ২০ জন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে গ্রামের আবদুল আজিজ টুকু মোল্লা ও শাফি মোল্লার মধ্যে সংঘর্ষ বাধে। আবদুল আজিজ টুকু মোল্লার ছেলে মনিরুল মোল্লা প্রতিপক্ষ আরিফ মোল্লা সহ কয়েকজনকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয় বলে তারা দাবী করেন। তবে প্রতিপক্ষরা বলেন জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিনের।তারাই বিভিন্ন অপরাধকর্মে যুক্ত।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।