স্টাফ রিপোর্টার:
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ আজ রবিবার সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। সৌদি আরবের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধান শুরু হয়।
সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানিয়েছিলেন, গতকাল সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা সম্ভব।
আরেক জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার বলেন, “আমি প্রত্যাশা করছি, আমরা আজ চাঁদ দেখতে পাব।” শেষ পর্যন্ত তাদের এই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে। তবে বাস্তবে সেই পূর্বাভাস পুরোপুরি সঠিক হয়নি।
যেসব দেশ চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেখানে এবারের রমজান ৩০ দিনের হওয়ার কথা ছিল। ফলে মধ্যপ্রাচ্যে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় একদিন আগেই ঈদ উদযাপিত হচ্ছে।